BGT 2023, Schedule, Squads, Live Streaming: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি, স্কোয়াড, কীভাবে দেখা যাবে খেলা
শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় যুদ্ধ। মুখোমুখি বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দুই দেশ ভারত-অস্ট্রেলিয়া।
শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় যুদ্ধ। মুখোমুখি বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দুই দেশ ভারত-অস্ট্রেলিয়া। একেবারে ক্রিকেটের আসল, কুলীন ফর্ম্যাটে। ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি টিম ইন্ডিয়া ও অজিরা। রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের মধ্যে হতে চলা বর্ডার গাভাসকর ট্রফিকে ঘিরে বাইশ গজের দুনিয়ায় উত্তেজনা ফিরেছে। সাম্প্রতিককালে কোনও একটা টেস্ট সিরিজকে ঘিরে এতটা উত্তেজনা দেখা যায়নি। স্টিভ স্মিথরা বলছেন, ঐতিহ্যের অ্যাসেজের চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ ভারকের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ।
টিম ইন্ডিয়ার কাছে সুযোগ এই সিরিজে ২-০ বা তার বেশি ব্যবধানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতাঅর্জন করা। ঘরের মাঠে সিরিজ, ঘূর্ণি পিচ, কোহলিদের দুরন্ত ফর্মের কারণে টিম ইন্ডিয়া এই সিরিজ শুরুর আগে ভাল জায়গায়। আরও পড়ুন-বাপ কে বেটা, জুনিয়র চন্দ্রপলের সেঞ্চুরি
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাকে নিজের দেশের মাটিতে দুরমুশ করে ভারতে আসা কামিন্সদের দলও দারুণ জায়গায় আছে। ব্যাটিং, স্পিন, পেস বোলিং, সব বিভাগেই দুই দলের লড়াই একেবারে ৫০:৫০। সব মিলিয়ে সিরিজ জমে যাওয়ার সব উপদান তৈরি।
বর্ডার গাভাসকর টেস্টের ক্রীড়াসূচি
প্রথম টেস্ট: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু, নাগপুর
দ্বিতীয় টেস্ট: ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু, দিল্লি
তৃতীয় টেস্ট: পয়লা মার্চ থেকে শুরু, ধর্মশালা
চতুর্থ টেস্ট: ৯ মার্চ থেকে শুরু, আমেদাবাদ
(চারটি টেস্টই শুরু ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে)
ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (প্রথম টেস্টে নেই), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, ইশান কিষাণ।
অস্ট্রেলিয়ার স্কোয়াড-ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসচানে, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, আলেক্স কারি (উইকেটকিপার), পিটার হ্যান্ডসকম্ব (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, নাথান লিঁয়, অ্যাস্টন অগার,মিচেল সুইপসন, টড মারফি, মিচেল স্টার্ক (প্রথম টেস্টে নেই), জোস হ্যাজেলউড(প্রথম দুটি টেস্টে নেই)।
এই সিরিজে কী হলে কী হবে
ভারত ২-০ বা তার বেশিতে জিতলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। অস্ট্রেলিয়া আগেই ফাইনালে উঠে গিয়েছে। ভারত সিরিজ হেরে গেলে ফাইনালে ওঠা খুব কঠিন হয়ে যাবে।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে বর্ডার-গাভাসকর ট্রফির টেস্টগুলি
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩-এর এসডি ও এইচডি চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা। পাশাপাশি স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১-র মাধ্যমে টিভিতে দেখা যাবে খেলা
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টার ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।