Ranji Trophy Bengal: ৫৪৭ রানের লিড নিয়ে রঞ্জি ফাইনাল নিশ্চিত বাংলার, প্রতিপক্ষ হয়তো সৌরাষ্ট্র

রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) ফাইনালে ওঠা নিশ্চিত করল বাংলা (Bengal Cricket team)। সেমিফাইনালে ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের শেষে ৫৪৭ রানের লিড পেল বাংলা, হাতে এখনও একটা উইকেট বাকি।

Anustup Majumdar. (Photo Credits: Twitter)

রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) ফাইনালে ওঠা নিশ্চিত করল বাংলা (Bengal Cricket team)। সেমিফাইনালে ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের শেষে ৫৪৭ রানের লিড পেল বাংলা, হাতে এখনও একটা উইকেট বাকি। আগামিকাল, রবিবার ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের শেষদিন বাংলা সরাসরি জয়ের জন্য ঝাঁপায় কি না সেটাই শুধু দেখার। চতুর্থ দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসে স্কোর ৯ উইকেটে ২৭৯ রান। ৮০ রানের দুরন্ত ইনিংস খেললেন, প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অনুষ্টুপ মজুমদার। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অনুষ্টুপ মোট ২০০ রান করলেন।  আটে নেমে প্রদীপ্ত প্রামাণিক অপরাজিত ৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন। প্রদীপ্তর সঙ্গে ক্রিজে আছেন ইশান পোড়েল (১)।

প্রথম ইনিংসে বাংলা এগিয়ে ছিল ২৬৮ রানে। ফলো অন না করিয়ে ফের ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ করেছিল মাত্র ১৭০ রান।

গতকাল, শুক্রবার ম্যাচের শেষে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন, তাদের লক্ষ্য হবে শনিবার যতটা সম্ভব ব্যাট করা। সেটাই করল বাংলা। সরাসরি জয়ের জন্য না ঝাঁপিয়ে, সারাদিন ব্যাট করে ফাইনালে ওঠা নিশ্চিত করলেন মনোজ তিওয়ারি। গত বছরের হারের শোধ তুলে গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে রঞ্জির ফাইনালে উঠলেন মনোজরা। আরও পড়ুন-ধর্মশালা থেকে সরছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা রঞ্জি ফাইনালে বাংলার প্রতিপক্ষ হতে চলেছে সৌরাষ্ট্র। বেঙ্গালুরুতে দ্বিতীয় সেমিফাইনালে দুরন্ত ব্যাটিং করে প্রথম ইনিংসে সৌরাষ্ট্র ১২০ রানের লিড নেয়। চতুর্থ দিনের শেষে কর্ণাটক দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেটে ১২০ রান করেছে। রবিবার ম্যাচের শেষদিনে, বড় কোনও নাটক না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলবে সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে কর্ণাটক করেছিল ৪০৭। জবাবে সৌরাষ্ট্র করে ৫২৭ রান। ২০২০ রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের কাছেই হেরেছিল বাংলা।

গত তিনটে রঞ্জি ট্রফি ফাইনালে দু'বার খেলতে চলেছে বাংলা। যদিও গত তিনটে রঞ্জি ফাইনালে হারার রেকর্ড আছে বাংলার। ২০০৬, ২০০৭, ২০২০ রঞ্জি ট্রফির ফাইনালে হেরে যায় বাংলা। রঞ্জিতে বাংলা মাত্র একবার চ্যাম্পিয়ন হয়। ১৯৯০ সালে দিল্লিকে হারিয়ে রঞ্জি জিতেছিল বাংলা। সেটাই প্রথম, সেটাই শেষ।