Bengal in Ranji Trophy Final: গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে রঞ্জি ফাইনালে বাংলা

সরাসরি বড় ব্যবধানে জিতেই রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বাংলা। রবিবার ইন্দোরে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে দু বছর পর ফের রঞ্জির ফাইনালে খেলবেন মনোজ তিওয়ারিরা।

Benagl in Ranji Trophy Final. (Photo Credits: Twitter)

সরাসরি বড় ব্যবধানে জিতেই রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বাংলা। রবিবার ইন্দোরে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে দু বছর পর ফের রঞ্জির ফাইনালে খেলবেন মনোজ তিওয়ারিরা। গতবার রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছেই হেরেছিল বাংলা। সেই হিসেবে প্রতিশোধ তুলে ফাইনালে উঠল বাংলা। এদিন মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে গেল ২৪১ রানে।

একেবারে ঝোড়ো ব্যাটিং করে ৩৯.৫ ওভারে ২৪১ রান করে শেষ হয় গতবাবের চ্যাম্পিয়নদের লড়াই। দ্বিতীয় ইনিংস ৬০ রানে অপরাজিত থাকার পর বল হাতে ৫১ রান দিয়ে ৫ উইকেট নিলেন প্রদীপ্ত প্রামাণিক। রজত পাতিদার (৫২) ছাড়া আর কে সেভাবে দাঁড়াতে পারেননি। প্রথম ইনিংসে বাংলা করেছিল ৪৩৮ রান। জবাবে মধ্যপ্রদেশ মাত্র ১৭০ রানে অল আউট হয়। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলা করে ২৭৯ রান। জিততে হলে ম্যাচের চতুর্থ ইনিংসে মধ্যপ্রদেশকে করতে হত ৫৪৭ রান। আরও পড়ুন-বড় জয় থেকে ভারতীয় মহিলা দল খুব বেশি দূরে নয় বলে মনে করেন রবি শাস্ত্রী

সেখানে গতবারের চ্যাম্পিয়নরা ২৪১ রানে গুঁটিয়ে যায়। বাংলার তারকা ব্যাটার প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয়টিতে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন অনুষ্টুপ মজুমদার। তবে বল হাতে অবিশ্বাস্য স্পেল করে প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয়টিতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন আকাশ দীপ । ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রঞ্জির ফাইনালে নামছে বাংলা। ৩৪ বছর পর দ্বিতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মনোজ তিওয়ারিদের সামনে। গত তিনটে রঞ্জির ফাইনালে হেরেছিল বাংলা। ২০২০ রঞ্জির ফাইনালে বাংলা হেরেছিল সৌরাষ্ট্রের বিরুদ্ধে।