BCCI-এর কাছে জমা পড়ল সচিন, ধোনি, সেওয়াগ ও ইনজামামের নামে ভুয়ো আবেদন! জানেন কেন?
পাঁচ সদস্যের নির্বাচক কমিটি (five-member selection panel) তৈরি করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর সেই কমিটিতে স্থান পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে ৬০০টিরও বেশি।
নয়াদিল্লি: পাঁচ সদস্যের নির্বাচক কমিটি (five-member selection panel) তৈরি করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর সেই কমিটিতে স্থান পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে ৬০০টিরও বেশি। যা বেছে নিতে গিয়ে চোখ কপালে উঠেছে ক্রিকেট বোর্ডের কর্তাদের। কারণ ওই আবেদনপত্রগুলির মধ্যে পাওয়া গেছে ভারতের প্রাক্তন তারকা খেলোয়াড় সচিন (Sachin), ধোনি (Dhoni), সেওয়াগ (Sehwag) ও পাকিস্তানের (Pakistan) প্রাক্তন তারকা ইনজামামের (Inzamam) ভুয়ো পরিচয়পত্র (fake ID) দাখিল করে করা আবেদনও। আরও পড়ুন : Mumbai Biker Video: ট্যাঙ্কারের উপর বসে তরুণী, মুম্বইতে বাইক আরোহীর ভিডিয়ো ভাইরাল