Asian Games 2022 Cricket: শেষ বলে বাউন্ডারিতে ব্রোঞ্জ বাংলাদেশের, ক্রিকেটে পুরো খালি হাতে ফিরছে পাকিস্তান

মহিলাদের মত পুরুষদের ক্রিকেটেও বাংলাদেশের বিরুদ্ধে ব্রোঞ্জ জেতার ম্যাচে হারল পাকিস্তান।

মহিলাদের পর পুরুষদের ক্রিকেটেও হাংঝৌ এশিয়ান গেমসে কোনও পদকই জিততে পারল না পাকিস্তান। মহিলাদের মত পুরুষদের ক্রিকেটেও বাংলাদেশের বিরুদ্ধে ব্রোঞ্জ জেতার ম্যাচে হারল পাকিস্তান। শনিবার হাংঝৌতে ব্রোঞ্জ জেতার ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিলেন রাকবুল হাসান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ১ উইকেটে ৪৮ রান।

ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ব্রোঞ্জ জিততে হলে বাংলাদেশকে করতে হত ৫ ওভারে ৬৫ রান। শেষ বলে বাংলাদেশকে করতে হত চার রান। পাকিস্তানের পেসার সুফিয়ান মুকিনের শেষ বলে বাউন্ডারি মেরে দেশকে বাইশ গজের খেলায় চলতি এশিয়াডের দ্বিতীয় পদকটি এনে দেন রাকিবুল।

দেখুন ছবিতে

একটু পরেই ফাইনালে সোনা জেতার লক্ষ্যে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ঋতুরাজ গায়কোয়েড়ের ভারত। গতকাল, সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। আর আফগানিস্তান ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে।

এবারের গাংঝৌ এশিয়ান গেমসে এশিয়ার তিনটি দেশই পদক পেল- ভারত (পুুরষ-মহিলা উভয়েরই ফাইনালে), শ্রীলঙ্কা (মহিলাদের ক্রিকেটে রুপো), বাংলাদেশ (দুটি ব্রোঞ্জ), আফগানিস্তান (পুরুষদের ক্রিকেটে ফাইনালে নামছে)। শুধু পাকিস্তানই বাইশ গজের খেলা থেকে কোনও পদক পেল না।