Ban W vs Ind W: মহিলাদের ওয়ানডে-তে এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ,মীরপুরে ঐতিহাসিক জয় নিগার সুলতানাদের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। মহিলাদের ওয়ানডে ফর্ম্যাটের ক্রিকেটে এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ।

Bangladesh beat India for the first time in Women's ODI. (Photo Credits: Twitter)

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। মহিলাদের ওয়ানডে ফর্ম্যাটের ক্রিকেটে এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ। রবিবার মীরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দলকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪০ রানে হারাল। বাংলাদেশ মাত্র ১৫২ রান করার পরেও হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনাদের মত তারকা খচিত ব্যাটিং লাইনআপ থাকা ভারতীয় দলকে ১১৩ রানে অল আউট করে দিল। ভারতের বিরুদ্ধে টানা দুটি আন্তর্জাতিক ম্যাচে জিতল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এর আগে বৃহস্পতিবার টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

ভারতের তারকা খচিত,অভিজ্ঞ ব্যাটারার বাংলাদেশের বোলারদের কাছে কার্যত আত্মসমর্পণ করলেন। মীরপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিততে হলে ৪৪ ওভারে ভারতীয় মহিলা দলকে করতে হত ১৫৩ রান। কম রানের টার্গেট তাড়া করেতে নেমে স্মৃতি মন্ধনা (১১) থেকে হরমনপ্রীত কৌর (৫), জেমাইমা রডরিগেজ (১০) থেকে যশ্তিকা ভাটিয়া (১৫) সবাই ব্যর্থ হলেন। দলের পক্ষে সর্বোচ্চ রান দীপ্তি শর্মা (২০)-র। বাংলাদেশের ১৮ বছরের পেসার মুরফা আখতের ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন। হরমনপ্রীত, স্মৃতির উইকেটটা নিলেন মুরফা। ১৮ বছরের লেগ স্পিনার রাবেয়া খান নিলেন ৩টি উইকেট। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শুধু লড়লেন অধিনায়িকা নিগার সুলতানা (৩৯) ও ফারগানা হক (২৭)। ভারতের পেসার আমনজোত কৌর ৩১ রান দিয়ে নেন ৪টি উইকেট। আরও পড়ুন-সাই কিশোরের আগুনে বোলিংয়ে দলীপ ট্রফি জয় ময়ঙ্কের দক্ষিণাঞ্চলের

দেখুন টুইট

এদিনের হারটা হরমনপ্রীত কৌরদের বেশ লজ্জা দেবে। কারণ মহিলাদের আইপিএলে হরমনপ্রীত, স্মৃতি মন্ধনারা যখন কোটি কোটি টাকা রোজগার করেন, তখন বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারই একেবারেই অখ্যাত। চলতি সফরে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ হারায় ভারত। কিন্তু টি-২০ সিরিজে হরমনপ্রীত কৌররা জিতলেও বাংলাদেশ যে ওয়ানডে-তে চমকে দিতে পারে তেমন ইঙ্গিত ছিল। কারণ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের মত দ্বিতীয় খেলাতেও জয়ের মত জায়গায় থেকে হেরেছিলেন নিগার সুলাতানারা।