BAN vs IRE Test: অনবদ্য মুশফিকুর, মীরপুর টেস্টে আইরিশদের বধ বাংলাদেশের

মীরপুর টেস্টের শেষদিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অস্বস্তির জায়গায় দাঁড়িয়ে অনায়াসে ৭ উইকেটে জিতল বাংলাদেশ।

Mushfiqur Rahim

মীরপুর টেস্টের শেষদিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অস্বস্তির জায়গায় দাঁড়িয়ে অনায়াসে ৭ উইকেটে জিতল বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জিতল ১-০। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৩৮ রান তাড়া করতে নেমে ৪৩ রানে দলের ওপেনার লিটন দাস (২৩) ও নাজমুল শান্তো (৪)-কে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। যে মুশফিকুর এই টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের দুরন্ত ইনিংস খেলে দুই দলের মধ্যে আসল ফারাকটা গড়ে দিয়েছিলেন। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক টেস্টে দুরন্ত সেঞ্চুরি আইরিশ কিপার-ব্যাটার লোরকান টুকারকে হেরে দেশে ফিরতে হচ্ছে।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৬৯ রান। তারপর দ্বিতীয় ইনিংসে আইরিশরা করেছিল ২৯২ রান। এদিন আইরিশরা তাদের দ্বিতীয় ইনিংসের শেষ দুটি উইকেট হারায় ৬ রানের মধ্যে। আরও পড়ুন-পালিয়ে যাওয়া নামিবিয়ান চিতা পাকড়াও, ফেরানো হল কুনোতে

দেখুন টুইট

বাংলাদেশ সফরে ওয়ানডে-তে ২-০, টি-২০তে ১-২ হারের পর টেস্টে ০-১ হেরে ফিরছেন আইরিশরা।