Babar Azam Fined: বিশ্বকাপের আগে পুলিশের সাজা বাবর আজমকে, যে কারণে পাক অধিনায়ককে জরিমানা করা হল
ভারত, শ্রীলঙ্কার কাছে লজ্জার হারের পর এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায়ের পর থেকে সব কিছুই খারাপ যাচ্ছে পাকিস্তানের।
বিশ্বকাপের আগে একটার পর একটা বিপদ পাকিস্তানের। ভারত, শ্রীলঙ্কার কাছে লজ্জার হারের পর এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায়ের পর থেকে সব কিছুই খারাপ যাচ্ছে পাকিস্তানের। তারকা পেসার নাসিম শাহের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গে শাহিন আফ্রিদি-শাদব খানের মত ক্রিকেটারদের ঝামেলা। সঙ্গে আবার ভিসা সমস্যা, বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন নিয়ে বিতর্ক। এর মাঝে আবার বিশ্বকাপে খেলতে ভারতে উড়ে আসার ঠিক আগে বিতর্কে জড়ালেন বাবর আজম।
পঞ্জাব প্রদেশে খুব জোরে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে বাবর আজমকে মোটা অর্থের জরিমানা করল সেখানকার পুলিশ। এরকম বিপজ্জনকভাবে গাড়ি চালালে পাক অধিনায়কের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলেও পঞ্জাব প্রদেশের পুলিশ জানিয়ে দিয়েছে। আরও পড়ুন- এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতল ভারত
দেখুন পাক সংবাদমাধ্যমে প্রকাশিত বাবর আজমের জরিমানার ছবি
বুধবার ভারতে পা দিয়ে শুক্রবার হায়দরাবাদে নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে নামবে পাকিস্তান। আগামী ৬ অক্টোবর হায়দারবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ২০২৩-এর অভিযান শুরু করবে আবর আজমের দল।