Azhar Ali Retirement: সেঞ্চুরির মুখে অবসরে আজহার আলি
আর মাত্র তিনটি ম্যাচ খেললেই দেশের জার্সিতে ১০০টা টেস্ট খেলার নজির গড়তেন। কিন্তু নজির গড়ায় না গিয়ে, কেরিয়ারের ৯৭তম টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিতে চলেছেন আজহার আলি (Azhar Ali)।
আর মাত্র তিনটি ম্যাচ খেললেই দেশের জার্সিতে ১০০টা টেস্ট খেলার নজির গড়তেন। কিন্তু নজির গড়ায় না গিয়ে, কেরিয়ারের ৯৭তম টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিতে চলেছেন আজহার আলি (Azhar Ali)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৯ হাজার, আর টেস্টে এখনও পর্যন্ত ৭০৯৭ রান করেছেন আজহার। টেস্টে ১৯টা সেঞ্চুরি, ৩৫টা হাফ সেঞ্চুরি করেছেন ৩৭ বছরের লাহোরের তারকা ব্যাটার। চার বছর আগে শেষবার ওয়ানডে খেললেও, টেস্টে নিয়মিতভাবেই খেলেছিলেন। আর মাস দুয়েক পরেই ৩৮ বছরে পা দিতে চলেছেন আজহার, নতুনদের জায়গা করে দিতে আর কেরিয়ার দীর্ঘায়িত করলেন না বলে তিনি জানালেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্য়াটার আজহার আলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। কাল, শনিবার থেকে করাচিতে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচ। করাচি টেস্টটাই আজহার আলির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। ২০১০ সালে লর্ডসে টেস্টে আজহারের অভিষেক হয়েছিল। আরও পড়ুন-জুভেন্তাসকে হারালে বাস ভর্তি করে দেহব্যবসায়ী নিয়ে আসব, প্রতিশ্রুতি ক্লাব সভাপতির, দেখুন ভিডিয়ো
পাকিস্তানকে ৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন আজহার। টেস্টে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৩০২।