Novak Djokovic: দশম অজি ওপেন খেতাব থেকে আর একধাপ দূরে জকোভিচ, ফাইনালে জোকারের সামনে সিসিপাস

একেবারে ঝড় তুলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। দশম অস্ট্রেলিয়ান খেতাব ও ২২তম গ্র্যান্ডস্লাম জিততে এবার রবিবার ফাইনালে জকোভিচ নামবেন গ্রিসের স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে।

Novak Djokovic (Photo Credits: Twitter@AustralianOpen)

মেলবোর্ন, ২৭ জানুয়ারি: একেবারে ঝড় তুলে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। দশম অস্ট্রেলিয়ান খেতাব ও ২২তম গ্র্যান্ডস্লাম জিততে এবার রবিবার ফাইনালে জকোভিচ নামবেন গ্রিসের স্টেফানোস সিসিপাসের (Stefanos Tsitsipas ) বিরুদ্ধে। এদিন, রড লেভার এরিনায় সেমিফাইনালে জকোভিচ স্ট্রেট সেটে ৭-৫, ৬-১, ৬-২ হারালেন আমেরিকা যুক্তরাষ্ট্রের টমি পলকে। অজি ওপেনে টানা ২৭টা ম্যাচ জেতা হয়ে গেল জকোভিচের।

২০১৯-২০২১ টানা তিনবার অস্ট্রেলিয়ান জেতার পর, ২০২২ অজি ওপেনে টিকা বিতর্কে গতবার খেলতে পারেননি সার্বিয়ান মহাতারকা। আরও পড়ুন-বিরাটদের মত হার নয়, কিউইদের উড়িয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা

দেখুন ভিডিয়ো

আর এবার প্রত্যাবর্তনের লড়াইয়ে অজি ওপেনের ফাইনালে উঠতে মাত্র একটা সেট খুইয়েছেন জকোভিচ। তৃতীয় রাউন্ড থেকে সেমিফাইনাল- জকোভিচ কোনও সেটে হারেননি। চলতি অজি ওপেনের দ্বিতীয় রাউন্ডে এনজো কাউয়াকাউদের বিরুদ্ধে ছাড়া জোকার আর সেট খোয়াননি। ২০২১ ফরাসি ওপেনের ফাইনালে সিসিপাসকে হারিয়ে খেতাব জিতেছিলেন জকোভিচ।