AUS vs SA, 3rd Test: শেষ দিনে ১৪ উইকেট নিলেই সিডনিতে হোয়াইটওয়াশ অজিদের, বৃষ্টিই চিন্তা কামিন্সদের

দেশের মাটিতে টানা দুটো টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করে জেতার পথে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের পর এবার ডন ব্র্য়াডম্যানের দেশে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মুখে দক্ষিণ আফ্রিকা।

Australia Cricket Team. (Photo Credits:Twitter)

সিডনি, ৭ জানুয়ারি: দেশের মাটিতে টানা দুটো টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করে জেতার পথে অস্ট্রেলিয়া। তবে অজিদের জয়ে বাঁধা সিডনির বৃষ্টি। ওয়েস্ট ইন্ডিজের পর এবার ডন ব্র্য়াডম্যানের দেশে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মুখে দক্ষিণ আফ্রিকা। রবিবার সিডনি টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে নিতে হবে ১৪টি উইকেট। তাহলেই ৩-০ টেস্ট সিরিজ জিতবেন প্যাট কামিন্সরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত প্যাট কামিন্স-স্টিভ স্মিথদের। সিডনি টেস্টের চতুর্থ দিনের শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৪৯ রান। যেখানে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ৪ উইকেটে ৪৭৫ রানে ডিক্লেয়ার করে। প্রোটিয়ারা এখনও ৩২৬ রানে পিছিয়ে, হাতে ৪ উইকেট। উসমান খোয়াজা তাঁর কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকলেও দলের ৪৭৫ রান করার পর ডিক্লেয়ার ঘোষণা করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা।

কামিন্স-হ্যাজেলউডের জোড়া ফলায় পরপর ফিরে যান অধিনায়ক ডিন এলগার (১৫), সারেল এরউই (১৮), হেনরিক ক্লাসেন (২)। ৩৭ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর তেম্বা বাভুমা (৩৫), খায়া জোন্ডো (৩৯) কিছুটা লড়াই করলেও চাপ কাটেনি। দিনের খেলার শেষের দিকে আউট হয়ে যান কেইল ভেররেইনেন (১৯)। মার্কো জেনসন (১০) ও সিমন হার্মের (৬) অপরাজিত আছেন। কামিন্স ২৯ রানে ৩টি ও জোশ হ্যাজেলউড ২৯ রানে ২ উইকেট পেয়েছেন। অজি স্পিনার ন্যাথন লিঁয় ১টি উইকেট নেন।

দেখুন টুইট

প্যাট কামিন্সরা সিডনিতে চতুর্থ দিনের পিচে যেভাবে আগুন ঝরাচ্ছেন, তাতে অস্ট্রেলিয়া ৩-০ সিরিজ না জিতলে অবাক হওয়ার কথা। অজি বোলারদের সামনে একেবারেই ক্লাবস্তরের দেখাচ্ছে প্রোটিয়া ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকাকে চলতি টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্রিসবেনে ৬ উইকেটে ও মেলবোর্নে ইনিংস ও ১৮২ রানে হারায় অস্ট্রেলিয়া। চলতি সিডনি টেস্টে অনেকটা সময় বৃষ্টির কারণে ভেস্তে যায়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হতেই লেগে যায় পুরো তিন দিন। তার মধ্যে আজও বৃষ্টিতে প্রায় একটা সেশনের খেলা হয়নি। হিসেব করে দেখা গিয়েছে, চলতি সিডনি টেস্টে গোটা একটা দিনের খেলা নষ্ট হয়েছে। তবু দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চলতি সিরিজে পারফরম্যান্স দেখে মনে হচ্ছে বৃষ্টি না হলে অজিরা ৩-০ সিরিজ জিতবে।

সিডনির সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৭৫/৪ (খোয়াজা ১৯৫ অপরাজিত, স্মিথ ১০৪)

দক্ষিণ আফ্রিকা: ১৪৯/৬ (জোন্ডো ৩৯, কামিন্স ৩/২৯)

দক্ষিণ আফ্রিকা এখনও ৩২৬ রানে পিছিয়ে



@endif