India Women Cricket Team: রিচার লড়াই কাজে এল না, অজিদের বিরুদ্ধে টি২০ সিরিজে হার হরমনপ্রীতদের

ওয়ানডে-র পর টি টোয়েন্টি সিরিজেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারতীয় মহিলা দল। মঙ্গলবার পুণেতে শেষ তথা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল অজি মহিলা দল।

Harmanpreet Kaur. (Photo Credits: Twitter)

ওয়ানডে-র পর টি টোয়েন্টি সিরিজেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারতীয় মহিলা দল। মঙ্গলবার পুণেতে শেষ তথা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল অজি মহিলা দল। কাজে এল না বাংলার উইকেটকিপার রিচা ঘোষের অনবদ্য ইনিংস। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিতেছিল ভারত, দ্বিতীয়টিতে জিতে সিরিজে সমতায় ফেরে অজিরা। এরপর সিরিজ জিততে হলে ১৪৯ রান করকতে হবে,এমন শর্তে ব্যাট করতে নেমে ওপেনিং পার্টনারশিপে ১০ ওভারে ৮৫ রান করে বাজিমাত করে বিশ্বচ্যাম্পিয়ন-রা। অধিনায়ক অ্যালসে হেলি ৩৮ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। অপর অজি ওপেনার বেথ মুনি ৪৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা। রেনুকা সিং, তিতাস সাধু, শ্রেয়াঙ্কা পাটিলরা এদিন একেবারেই ভল বল করতে পারেননি। তিতাস ৩ ওভারে দেন ২৩ রান। রেনুকা দেন ৩৫ রান। দুটি উইকেট নেন পূজা ভাস্ত্রকার, একটি নেন দীপ্তি শর্মা।টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে ০-৩, ও টি-২০-তে ১-২ হারলেন হরমনপ্রীত কৌর-রা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল করেছিল ১৪৭ রান। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। চাপের মুখে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শিলিগুড়ির মেয়ে রিচা ২৮ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। রিচা ৩টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি মারেন। শুরুটা বেশ ভাল করছিলেন ভারতীয় মহিলা দলের দুই ওপেনার-শেফালি ভর্মা ও স্মৃতি মন্ধনা। কিন্তু দলের ৪.৪ ওভারে ৩৯ রান থাকা অবস্থায় আউট হন শেফালি (১৭ বলে ২৬)। আরও পড়ুন-তিনি ব্যাট করতে নামলেই কেন শুধু ভগবান রামের গান বাজে, বড় কথা জানালেন কেশব মহারাজ

দেখুন ছবিতে

এরপর স্মৃতি হাত খুলে মারার চেষ্টার পর ভারতীয় ইনিংসে ধস নামে। পরপর আউট হন জেমাইমা রডরিগেজ (২) ,স্মৃতি (২৯), ও হরমনপ্রীত কৌর (৩)। বিনা উইকেটে ৩৯ থেকে, ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল ভারত। সেখান থেকে দীপ্তি শর্মা (১৪), আমনজোত কৌর (১৭ অপরাজিত)-দের নিয়ে লড়ে দলকে লড়ার মত জায়গায় নিয়ে যান রিচা।