AUS vs ENG, CWC 2023: ওকসের ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার ২৮৬ রান
এই ম্য়াচে জিতলেই সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করল ২৮৬ রান। এই ম্য়াচে জিতলেই সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার। এদিন শুরুতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্র্যাভিস হেড (১১) ও ডেভিড ওয়ার্নার (১৫)-কে দ্রুত ফিরিয়ে বড় ধাক্কা দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস। তবে এরপর স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে ধাক্কা সামলে নেন। স্মিথ ৪৪ রানে আউটের পরই উইকেটকিপার-ব্যাটার জোস ইংলিশ (৩) ফিরে যাওয়ার পর অজিরা ফের চাপে পড়েছিল। তবে সেখান থেকে লাবুশানে-ক্যামেরন গ্রিন পরিস্থিত সামলান।
৭১ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন লাবুশানে। গ্রিন করেন ৪৭ রান। শেষের দিকে মার্কাস স্টয়নিসের ৩২ বলে ৩৫ রানের ইনিংস অজিদের লড়ার মত জায়গায় নিয়ে যায়। ওকস ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ।
দেখুন ছবি
টুর্নামেন্টে তাদের সপ্তম ম্যাচে নেমে দ্বিকতীয় জয়ের জন্য ইংল্যান্ডের চাই ২৮৭ রান। জোস বাটলাররা ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছেন।