FIFA Women's World Cup 2023: নাটকীয় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার সেমিতে আয়োজক অস্ট্রেলিয়া
শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে সাডেন ডেথে ৭-৬ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফুটবলের শেষ চারে উঠল ফ্রান্স।
মহিলাদের ফুটবল বিশ্বকাপে দীর্ঘতম ম্যাচ শেষ হাসি আয়োজক অস্ট্রেলিয়ার। শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে সাডেন ডেথে ৭-৬ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফুটবলের শেষ চারে উঠল অস্ট্রেলিয়া। ম্যাচের ১২০ মিনিটে কোনও গোল না হওয়ার পর ম্য়াচ টাইব্রেকারে গড়িয়েছিল। ব্রিসবেনের দর্শদের উপচে পড়া ভিড়ে স্টেডিয়ামে দু'দলের গোলকিপারই অসাধারণ কিছু সেভ করেন। সাডেন ডেথে ফ্রান্স দুটি শট মিস করে। টাইব্রেকার ও সাডেন ডেথ মিলিয়ে মোট চারটি গোল বাঁচিয়ে ম্য়াচের নায়িকা অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড।
টাইব্রেকারে দুটি ও সাডেন ডেথে গোল বাঁচান অজি গোলকিপার। পুরুষ ও মহিলা মিলিয়ে ফুটবল বিশ্বকাপের এই প্রথম সেমিফাইনালে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া। নিজেদের দেশে বিশ্বকাপ খেলতে নামা ক্যাঙারু মহিলা দলকে অবিশ্বাস্য ফুটবল খেলতে দেখা যাচ্ছে। আরও পড়ুন- সাকিবের নেতৃত্বে এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
দেখুন টুইট
বুধবার সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের জয়ী দলের সঙ্গে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে স্পেন বনাম সুইডেনের ম্যাচ।