IPL Auction 2025 Live

Asian Games 2023: আবার শ্যুটিংয়ে সোনা, হাংঝৌ এশিয়াডে পুরুষদের দলগত ট্র্যাপ থেকে ১১তম সোনা ভারতের, গল্ফে রুপো অদিতি অশোকের

পুরুষদের দলগত ট্রাপ ইভেন্টে কুয়েতকে হারিয়ে চলতি এশিয়াডে ভারতকে দশম সোনা এনে দিলেন পৃথ্বিরাজ তোদিয়ামান, কেয়ান ছেনাই ও জোরাভারসিং সিন্ধু।

Kynan Chenai, Zoravar Singh, Prithviraj Tondaiman

হাংঝৌ এশিয়ান গেমসে (Asian Games 2023) রবিবার দিনের শুরুতে শ্যুটিং থেকে সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে কুয়েতকে হারিয়ে চলতি এশিয়াডে ভারতকে ১১তম সোনা এনে দিলেন পৃথ্বিরাজ তোদিয়ামান (Prithviraj Tondaiman), কেয়ান ছেনাই (Kynan Chenai) ও জোরাভারসিং সিন্ধু  (Zoravar Singh)। পুরুষদের দলগত ট্রাপ ইভেন্টে সোনা জিতল ভারত (৩৬১ পয়েন্ট), রুপো জেতে কুয়েত (৩৪৪ পয়েন্ট), আর ব্রোঞ্জ জেতে চিন  (৩৩৭ পয়েন্ট)। চলতি এশিয়ান গেমসে শ্যুটিং থেকে ভারতের এটি সপ্তম সোনা।  সব মিলিয়ে ১১টি সোনা সহ হাংঝৌ এশিয়াডে ভারতের মোট ৪১টি পদক জেতা হয়ে গেল।

পুরুষ দল সেখানে সোনা জিতল, সেখানে ভারতীয় মহিলারা দলগত ট্র্যাপ বিভাগে রুপো জিতল। ভারতীয় মহিলা দলে ছিলেন রাজেশ্বরী কুমারী, মনিশা কের এবং প্রীতি রাজাক। এই বিভাগে সোনা জিতল চিন (৩৫৬ পয়েন্ট), রুপো ভারতের (৩৩৭ পয়েন্ট) ও কাজাকাস্তান (৩৩৫ পয়েন্ট) জিতল ব্রোঞ্জ।

এদিকে মহিলাদের ব্যক্তিগত বিভাগে গল্ফে রুপো জিতলেন অদিতি অশোক। এশিয়াডে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন অদিতি। এই বিভাগে সোনা জিতলেন তাইল্যান্ডের তারকা ইয়াবোল আরিপচায়া। মহিলাদের দলগত গল্ফেও সোনা জিতল তাইল্যান্ড। আরও পড়ুন- প্রস্তুতি ম্যাচেই হ্যাটট্রিক! বিশ্বকাপের আগে বাকীদের সাবধানবাণী মিচেল স্টার্কের

দেখুন ছবিতে

হাংঝৌতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে গোলের বন্যা ভারতীয় পুরুষ হকি দলের। এশিয়ান গেমস হকিতে পাকিস্তানকে ১০-২ গোলে হারিয়ে রেকর্ড গড়ল ভারত। এই প্রথম হকিতে পাকিস্তানকে দশ গোল দিল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং একটাই চারটি গোল করেন। ৪১ বছর আগে এশিয়ান গেমসের হকিতে ভারতকে ৭-১ গোলে হারিয়েছিল পাকিস্তান। সেই প্রতিশোধটা হরমনপ্রীতরা একেবারে কড়ায় গণ্ডায় উসুল করলেন।

৬০ মিনিটের ম্যাচে ভারত গোল করল দশ দশটা। বিশ্ব হকিতে পাকিস্তান একটা সময় ছিল সবচয়ে শক্তিশালী দেশ। ম্যাচের ৮ মিনিটে মনদীপ সিংয়ের গোল থেকে শুরু তারপর বারবার পাক নেটে জড়াতে থাকে বল। অবাক হয়ে একের পর এক গোলে লাফাতে থাকেন ভারতীয় সমর্থকরা। আর মহালজ্জায় মাথানত করেন পাক সমর্থকরা। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত। ৩৪ মিনিটের মধ্যে ভারত ৬-০ এগিয়ে যায়। ম্যাচের ৫৩ মিনিটে ভারতের দশ নম্বর গোলটি করেন বরুণ কুমার। এর মাঝে চারটি গোল করেন হরমনপ্রীত সিং, একটি করে গোল করেন ললিত উপাধ্যায়। ভারতের কাছে আধ ডজন গোল হজমের পর পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করেছিল।