IND vs PAK: রোহিতদের ব্যাটে চওড়া রোদের মাঝে কলম্বোয় নামল তুমুল বৃষ্টি, খেলা থামিয়ে পিচ ঢাকা কভারে (দেখুন ভিডিয়ো)
ফিরল গত রবিবারের ছবি। আরও একবার এশিয়া কাপ ভারত-পাকিস্তান মেগা ম্য়াচের মাঝে নামল বৃষ্টি। বৃষ্টিতে ভারতের ইনিংসের মাঝপথে থমকে গেল ম্য়াচ।
ফিরল গত রবিবারের ছবি। আরও একবার এশিয়া কাপ ভারত-পাকিস্তান মেগা ম্য়াচের মাঝে নামল বৃষ্টি। বৃষ্টিতে ভারতের ইনিংসের মাঝপথে থমকে গেল ম্য়াচ। এদিন দুপুর ঝকঝকে রোদ ওঠা কলম্বোয় পাক অধিনায়ক বাবর আজম টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান। শুরুটা দারুণ করেন ভারতের দুই ওপেনার-অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিল। ওপেনিং জুটিতে ঠিক ১০০ বলে ১২১ রান করেন রোহিত-গিল। পাক স্পিনার শাদাব খানের বলে খেলার গতির বিরুদ্ধে আউট হন রোহিত (৪৯ বলে ৫৬)। তার পরের ওভারে শাহিন আফ্রিদির বলে আউট হয়ে য়ান গিল (৫২ বলে ৫৮)। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল দলের রানকে এগিয়ে যাওয়ার সময় কলম্বোয় ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ২৪.১ ওভারে ভারতের ২ উইকেটে ১৪৭ রানে থাকা অবস্থায় বৃষ্টি আসায় খেলা বন্ধ রাখতে হয়। বৃষ্টি বেশ জোরেই হচ্ছে। তবে আশার কথা হল, রিজার্ভ ডে থাকায়, আজ বৃষ্টিতে পুরোটা ভেস্তে গেলে কাল খেলা হবে।
কোহলি ১৬ বলে ৮ রানে ও শ্রেয়স আইয়ারের চোট থাকায় তার পরিবর্তে সুযোগ পাওয়া রাহুল ২৮ বলে ১৭ রানে অপরাজিত আছেন। বৃষ্টি এখন আগের কমেছে। তবে পিচ কভার এখনও আছে। এদিন সকাল থেকে কলম্বোয় রোদ উঠলেও, বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস ছিল। প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় কলম্বো থেকে হাম্বানতোতা-য় চলতি এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনাল সরার কথা ছিল। কিন্তু ভারত-পাক ক্রিকেটারদের আপত্তিতে সেটা না হয়ে, বৃষ্টির ঝুঁকি নিয়ে কলম্বোতেই হচ্ছে খেলা। এই কলম্বো দিন কয়েক আগে প্রবল বৃষ্টির পর জলের তলায় ছিল। আরও পড়ুন-ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন সিঙ্গলসে শিরোপা জয় ভারতের কিরণ জর্জের
গত রিববার পালেকেলের মত কলম্বোয় পাক পেসারদের একেবারে আধিপত্য দেখাতে দেননি রোহিত-গিল-রা। বরং আফ্রিদি, নাসিম, আশরাফদের বলে দাপট দেখান রোহিতরা। ভারত অধিনায়ক চারটি ওভার বাউন্ডারি, ৬টি বাউন্ডারি হাঁকান। গিল মারেন ১০টি বাউন্ডারি।
দেখুন ভিডিয়ো
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনয়াক বাবর আজম।
ভারতীয় দলে দুটি পরিবর্তন: কে এল রাহুল (কোমরের চোটে কাবু শ্রেয়স আইয়ারের পরিবর্তে), জশপ্রীত বুমরা (মহম্মদ সামির পরিবর্তে)
ভারতের একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
বাবর আজমের দলের অপরিবর্তিত একাদশে তিন স্পিন-বোলিং অলরাউন্ডারের সঙ্গে তিন সেরা পেস অ্যাটাক রয়েছে।
পাকিস্তানের একাদশঃ ফকহর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপা), আগাহ সলমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।