Asia Cup 2022, India vs Pakistan Match: হার্দিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের পর আবার ভারত-পাকিস্তান ম্যাচ, কবে কোথায় জানুন

এশিয়া কাপের ফর্ম্যাটই এমন হয়েছে যাতে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। গতকাল,রবিবার দুবাইয়ে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেট হারায় ভারত।

India vs Pakistan (Photo Credits: Getty Images)

দুবাই, ২৯ অগাস্ট: এবারের এশিয়া কাপের ফর্ম্যাটই এমন হয়েছে যাতে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। গতকাল,রবিবার দুবাইয়ে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেট হারায় ভারত। এবার দুটি দেশই গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে খেলবে হংকং-য়ের বিরুদ্ধে। যে হংকং কোয়ালিফাইং রাউন্ড থেকে জিতে মূলপর্বে খেলছে। ভারত গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলবে বুধবার (৩১ অগাস্ট), আর পাকিস্তান-হংকং ম্যাচ শুক্রবার (২ সেপ্টেম্বর)।

দুটি ম্যাচেই কোনও বড় অঘটন না ঘটলে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠবে ভারত, রানার্স হয়ে উঠবে পাকিস্তান, আর বিদায় নেবে হংকং। এবার এশিয়া কাপের সুপার ফোরের ক্রীড়াসূচি হল রবিবার, ৪ সেপ্টেম্বরে দুবাইয়ে খেলবে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন ও রানার্স দল। তার মানেই আগামী রবিরার ফের দুবাইয়ে মুখোমুখি রোহিত শর্মা বনাম বাবর আজম ব্রিগেড। আরও পড়ুন-পাকিস্তানের পরাজয়ে খুশি এক আফগান নাগরিক, খুশিতে টিভির পর্দাতেই হার্দিককে চুমু (দেখুন ভিডিও)  

এরপর সুপার ফোরে পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি দল ফাইনালে উঠবে। গ্রুপ বি থেকে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মধ্যে দুটি দেশ সুপার ফোরে খেলবে। ফাইনাল ১১ অগাস্ট।  দুটি দেশের শক্তি যেমন, প্রথম ম্যাচে যেমন খেলল ভারত-পাকিস্তান ফাইনাল হতেই পারে।