Ashes Series 2019: ফের সেঞ্চুরি করে বিরাট কোহলিকে টপকে গেলেন স্টিভ স্মিথ , আর্চারকে অপমান করায় স্টেডিয়াম থেকে তাড়ানো হল অজি সমর্থকদের
ক দিন আগেই বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি ক্রম তালিকায় শীর্ষে উঠেছেন। এবার সেঞ্চুরি সংখ্যাতেও বিরাটকে টপকে গেলেন স্টিভ স্মিথ। স্মিথ অপ্রতিরোধ্য ফর্মে। বৃহস্পতিবার ম্য়ানচেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডে অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিনে স্মিথ সেঞ্চুরি করলেন। চলতি অ্য়াসেজে স্মিথের এটি তৃতীয় সেঞ্চুরি। শেষ আটটা ইনিংসে স্মিথের এটি পঞ্চম সেঞ্চুরি।
ম্যানচেস্টার, ৫ সেপ্টেম্বর: Steve Smith's Ton- ক দিন আগেই বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি ক্রম তালিকায় শীর্ষে উঠেছেন। এবার সেঞ্চুরি সংখ্যাতেও বিরাটকে টপকে গেলেন স্টিভ স্মিথ। স্মিথ অপ্রতিরোধ্য ফর্মে। বৃহস্পতিবার ম্য়ানচেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডে অ্যাসেজ টেস্টের (Ashes Series 2019) দ্বিতীয় দিনে স্মিথ সেঞ্চুরি করলেন। চলতি অ্য়াসেজে স্মিথের এটি তৃতীয় সেঞ্চুরি। শেষ আটটা ইনিংসে স্মিথের এটি পঞ্চম সেঞ্চুরি।
বার্মিংহ্যামে টেস্টে দু ইনিংসেই সেঞ্চুরি-র পর, অ্য়াসেজের দ্বিতীয় লর্ডসে ৯১ রান করেছিলেন স্মিথ। তৃতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারেননি। চতুর্থ টেস্টে দলে চোট সারিয়ে কামব্য়াক করেই ফের সেঞ্চুরি করলেন স্মিথ। তার মানে ১৭ মাস পর টেস্টে কামব্য়াক করে চারটে ইনিংসে স্মিথ তিনটি সেঞ্চুরি করলেন। টেস্টে স্মিথের ২৬টি সেঞ্চুরি হয়ে গেল। সেঞ্চুরির সংখ্যার বিচারে বিরাট কোহলি (২৫)-কে ছাপিয়ে গেলেন স্মিথ। স্মিথ একাই যা লড়ছেন। স্মিথ না থাকায় তৃতীয় টেস্টে হারে অজিরা। চলতি অ্য়াসেজ একেবারে স্মিথ বনাম ইংল্যান্ড হয়ে উঠেছে। আরও পড়ুন-আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি রহমত শাহ-র, কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার নজির রশিদ খানের
এদিকে, ইংল্য়ান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারকে খারাপ কথা বলায় ওল্ড ট্রাফোর্ডের স্টেডিয়াম থেকে দুই অস্ট্রেলিয়ান সমর্থককে বের করে দেওয়া হল। ওই দুই অস্ট্রেলিয়ান সমর্থক স্ট্যান্ড থেকে বার বার চিৎকার করে আর্চারকে উদ্দেশ্য করে বলছিলেন--''আর্চার তোমার পাসপোর্ট কোথায়! আমাদের দেখাও।(‘Jofra Archer, Show Us Your Passport’)।
''