Ashes Series 2023: ব্রডের বিদায় বেলায় ইংল্যান্ডের স্মরণীয় জয়ে অ্য়াসেজ শেষ ২-২

একেবারে রূপকথার সমাপ্তি অ্যাসেজ সিরিজ ২০২৩-এর। পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্য়ান্ডের ৪৯ রানের জয়ে অ্যাসেজ সিরিজ ২-২ শেষ হল।

Stuart Broad

একেবারে রূপকথার সমাপ্তি অ্যাসেজ সিরিজ ২০২৩-এর। ওভালে পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্য়ান্ডের ৪৯ রানের জয়ে অ্যাসেজ সিরিজ ২-২ শেষ হল। কেরিয়ারের শেষ দিনে অসাধারণ বোলিং করলেন স্টুয়ার্ট ব্রড। তবে ব্রড শুধু একা নন, ক্রিস ওকস থেকে মইন আলিরা সবাই সেরাটা উজাড় করে দিলেন। বিনা উইকেটে ১৪০ থেকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৩৪ রানে। ৫০ রান দিয়ে ৪ উইকেট নিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। মইন আলি ৭৬ রান দিয়ে নিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। জীবনের শেষ ম্য়াচের শেষ ইনিংসে ব্রড নিলেন দুটি উইকেট। মার্ক উড দুরন্ত সুইং ডেলিভারিতে আউট করলেন মার্নাস লাবুসচানেকে।

অ্য়াসেজে একটা সময় প্রথম দুটি টেস্টে জিতে ২-০ এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে অবিশ্বাস্য কামব্যাক করে ২-২ শেষ করলেন বেন স্টোকসরা। ভাগ্য আর একটু সহায় থাকলে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট বৃষ্টিতে ভেস্তে না দিলেন অ্যাসেজ পুন:রুদ্ধারও করতে পারতেন স্টোকস-ম্যাকালামরা। ইংল্য়ান্ডের সাহসী ব্যাজ বল ক্রিকেট সবার হৃদয় জিতল। হৃদয় জিতল অজিদের লড়াই। সব মিলিয়ে হৃদয় জিতল টেস্ট ক্রিকেট। আরও পড়ুন-অধিনায়ক হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা, আয়ারল্য়ান্ডে টিম ইন্ডিয়ায় শাহবাজ-মুকেশ-রিঙ্কু

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

গতকাল, ম্যাচের চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১৩৫ রানে ছিল। ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজাদের অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। ওয়ার্নার (৬০), খোয়াজা (৭২)-কে দু ওভারের মধ্যে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে বড় সুবিধা এনে দেন পেসার ক্রিস ওকস। এরপর লাবুশানেকে (১৩)-কে ফেরান উড। বিনা উইকেটে ১৪০ থেকে ১৬৯ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে স্টিভ স্মিথ-ট্রাভিস হেড চতুর্থ উইকেটে বড় লড়াই দেন। হেড (৪৩)-কে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে ফের ভাল জায়গায় নিয়ে যান মইন আলি। তবে ইংল্যান্ডকে সবচেয়ে বড় সফলতা এনে দেন ওকস। একটা প্রান্তে দারুণ লড়াই করা স্মিথ (৫৪)-কে আউট করেন ওকস। স্মিথের আউটের পর কারি, মারফি কিছুটা লড়েন। শেষ অবধি দারুণ জয় পেল ইংল্যান্ড।

অ্যাসেজ ২০২৩-র ফলাফল

ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ২

অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া

ম্য়াচের সেরা: ক্রিস ওকস। সিরিজ সেরা: ক্রিস ওকস ও মিচেল স্টার্ক।