Arjun Tendulkar: তাঁর প্রথম ডেলিভারিতেই ঋদ্ধিমান সাহাকে আউট করলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর

একটা সময় কিছুতেই আইপিএলে নামার সুযোগ পাচ্ছিলেন না। আর এবার টানা চারটে ম্য়াচে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে শুরুর দিকে বল করলেন সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর।

Arjun Tendulkar. (Photo Credits: Twitter)

একটা সময় কিছুতেই আইপিএলে নামার সুযোগ পাচ্ছিলেন না। আর এবার টানা চারটে ম্য়াচে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে শুরুর দিকে বল করলেন সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।

মঙ্গলবার আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁর করা প্রথম বলেই ওপেনার ঋদ্ধিমান সাহাকে আউট করলেন মুম্বই ইন্ডিয়ন্সের ২৩ বছরের পেসার অর্জুন তেন্ডুলকর। গুজরাটের হয়ে খেলা বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধি উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত চার রানে আউট হন। চলতি আইপিএলে অর্জুনের এটি তৃতীয় উইকেট। টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের তারকা পেসার জোফ্রা আর্চার এদিন খেলছেন না। আরও পড়ুন-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেট বোলার হিসেবে যাচ্ছেন মুকেশ, উমরনরা

মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আইপিএলে রোহিত শর্মার দলের জার্সিতে অভিষেক হয়েছিল অর্জুনের। প্রথম ম্যাচে উইকেট না পেলেও সান রাইজার্স ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি করে উইকেট নেন ২৩বছরের সচিন পুত্র।