Pak vs Eng Multan Test: মুলতানে উত্তেজক টেস্টে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের, সিরিজ পকেটে স্টোকসদের
মুলতান টেস্টে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের। সোমবার পাকিস্তানকে ২৬ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিলেন বেন স্টোকসরা।
মুলতান টেস্টে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের। সোমবার পাকিস্তানকে ২৬ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিলেন বেন স্টোকসরা। রাওয়ালপন্ডির মত মুলতানেও জয়ের একেবারে কাছ থেকে ফিরল পাকিস্তান। যাকে বলে তীরে এসে তরী ডোবা, তেমনই হল বাবর আজমদের সঙ্গে। আরও একবার ইংল্যান্ডের সাহসী ক্রিকেটের জয় হল। ২১৩ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেও হারতে হল সউদ শাকেল (Saud Shakeel)কে। যদিও শাকেলের আউট নিয়ে বিতর্ক আছে। টিভি রিপ্লেতে দেখা মনে হচ্ছিল উইকেটকিপার ওলি পোপ ক্য়াচ নেওয়ার সময় তাঁর গ্লাভস আসার আগে বল মাটিতে পড়ে যায়।
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নেমে এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জিতল ইংল্য়ান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরও একটা বড় সাফল্য পেলেন বেন স্টোকসরা। অন্যদিকে, মুলতানে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেলেন বাবর আজমরা। আরও পড়ুন-মুলতানে হাজির জুনিয়র বুমরা!
মুলতান টেস্টের চতুর্থ দিনে পাকিস্তান কিন্তু জয়ের দিকেই এগোচ্ছিল। গতকাল, তৃতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৮ রান। ক্রিজে ছিলেন সাউদ শাকেল ও ফাহিম আশরাফ। জো রুটের বলে ফাহিম আশরাফ (১০) দিনের শুরুতে ফিরে যাওয়ার পর নামেন মহম্মদ নওয়াজ। সপ্তম উইকেটে শাকেল-নওয়াজ জুটি ৮০ রান যোগ করে দলকে অনায়াসে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইংল্য়ান্ড পেসার মার্ক উডের দুরন্ত স্পেলে পরপর ফিরে যান নওয়াজ ও শাকেল। এরপর আর ইংল্যান্ডের জিততে অসুবিধা হয়নি। শেষের দিকে আঘা সলমন (২০), আব্রার আহমেদ (১৭ অপরাজিত) লড়লেও স্টোকসরা বাজিমাত করেন। দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করে মুলতান টেস্টে ম্য়াচের সেরা হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক।
মার্ক উডের বলে প্রথমে মহম্মদ নওয়াজ (৪৫), তারপর সউদ শাকিল (৯৪) ফেরার পরে পাকিস্তানের ইনিংসে ভাঙন ধরে।
দেখুন টুইট
চতুর্থ ইনিংসে জিততে হলে পাকিস্তানকে করতে হত ৩৫৫ রান। সেখানে ৫ উইকেটে ২৯০ রানে দাঁড়িয়ে জয়ের একেবারে কাছে দাঁড়িয়েছিলেন বাবর আজমরা। কিন্তু এরপর ৩৮ রানের মধ্যে বাকি পাঁচ উইকেট হারিয়ে ম্য়াচ ও সিরিজে হারল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে দলকে জেতালেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল ৭৪ রানে।
মুলতানে স্টোকসরা জিতলেন ২৬ রানে। শুক্রবার থেকে করাচিতে হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ।
মুলতান টেস্টের সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড-২৮১, ২৭৫
পাকিস্তান- ২০২, ৩২৮।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)