Ajinkya Rahane: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে হাফ সেঞ্চুরি রাহানের
দীর্ঘ ৫১২ দিন পর ভারতীয় দলে নাটকীয়ভাবে কামব্যাক করে নজির গড়লেন আজিঙ্কা রাহানে। শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে হাফ সেঞ্চুরি করলেন রাহানে।
লন্ডন, ৯ জুন: দীর্ঘ ৫১২ দিন পর ভারতীয় দলে নাটকীয়ভাবে কামব্যাক করে নজির গড়লেন আজিঙ্কা রাহানে। শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে হাফ সেঞ্চুরি করলেন রাহানে। ওভালে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করেন রাহানে। এদিন খেলার শুরুতে শ্রীকর ভরত (৫) আউট হয়ে গেলেও শার্দুল ঠাকুরকে নিয়ে লড়ছেন রাহানে। তিনি যখন নামনে তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ৭১ রান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে হাফ সেঞ্চুরি করলেন মহারাষ্ট্রের তারকা ব্যাটার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ ইনিংস খেলে এবার ফাইনালে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঢোকেন রাহানে। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররা চোট না পেলে তাঁর এই ফাইনালে খেলার কোনও সম্ভাবনা ছিল না।
দেখুন টুইট
দেখুন টুইট
২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করতে পারেননি কোনও ভারতীয় ব্যাটার। দু বছর আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদম্পটনে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রানটা রাহানেই করেছিলেন। সেই ফাইনালে প্রথম ইনিংসে রাহানে ৪৯ রানে আউট হয়ে ছিলেন।