Sashi Tharoor: কেরলে দেওয়া হল না বিশ্বকাপের কোনও ম্যাচ, শশীর টুইটে বঞ্চনার সুর

এবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতের মোট ১০টি কেন্দ্রে ম্যাচ আয়োজিত হবে। মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদের পাশাপাশি বিশ্বকাপের ম্য়াচ হবে ধর্মশালা, পুণে, লখনৌ।

Sashi Tharoor

এবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতের মোট ১০টি কেন্দ্রে ম্যাচ আয়োজিত হবে। মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদের পাশাপাশি বিশ্বকাপের ম্য়াচ হবে ধর্মশালা, পুণে, লখনৌ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের বেশীরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচই। উদ্বোধনী ম্যাচ, লিগ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইনাল সহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ হবে মোদী গড়ে। আর এই বিষয় নিয়েই প্রশ্ন তুললেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর।

স্থানীয় সাংসদ শশীর প্রশ্ন, ''খেলাধুলোর হাব হিসেবে পরিচিত তিরুবন্ততপুরমের ক্রিকেট স্টেডিয়ামকে সবাই ভারতের অন্যতম সেরা মাঠ বলেন। অথচ এবার বিশ্বকাপে এখানে একটাও ম্যাচ দেওয়া হল না। আমেদাবাদ দেশের নতুন ক্রিকেট রাজধানী হয়েছে, কিন্তু কেরলে একটা-দুটো ম্যাচ দেওয়া কি দেওয়া যেত না।"

দেখুন শশী থারুরের টুইট

বিশ্বকাপ ২০২৩-এ টিম ইন্ডিয়ার ম্যাচ

প্রসঙ্গত, বিশ্বকাপের ম্যাচ না পেলেও গুয়াহাটি, তিরুবনন্তপুরম ও হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর-৩ অক্টোবরের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ হবে। হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচ হলেও, চারমিনারের শহরে টিম ইন্ডিয়ার কোনও খেলা দেওয়া হয়নি।