Real Madrid vs Barcelona: এল ক্লাসিকোয় তিন গোলে জয় রিয়াল মাদ্রিদের

এল ক্লাসিকোয় জিতে লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। রবিবার স্যান্টিয়াগো বার্নাবিউতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে এল ক্লাসিকোয় বাজিমাত করল কার্লো আন্সেলোত্তির দল।

Real Madird. (Photo Credits; Twitter)

মাদ্রিদ, ১৬ অক্টোবর: এল ক্লাসিকোয় জিতে লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। রবিবার স্যান্টিয়াগো বার্নাবিউতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে এল ক্লাসিকোয় বাজিমাত করল কার্লো আন্সেলোত্তির দল। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। ম্যাচের ১২ মিনিটে করিম বেঞ্জিমার গোলে এগিয়ে যাওয়ার পর ৩৫ মিনিটে ভালভেরদে-র গোলে লিড দ্বিগুণ করে রিয়েল।

ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান কমান বার্সার ফার্নান্দো টোরেস। খেলা শেষের ঠিক আগে পেনাল্টি থেকে ফল রিয়ালের পক্ষে ৩-১ করেন রডরিগো। লা লিগায় ৯ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠল রিয়াল। অন্যদিকে, মরসুমে প্রথম হারের স্বাদ পেল জাভির দল। আরও পড়ুন-শ্রীলঙ্কাকে হারিয়ে টি২০ বিশ্বকাপের শুরু নামিবিয়ার

দেখুন টুইট

বল পজিশনে রিয়ালকে টেক্কা দিলেও বার্সার আক্রমণে ধার কম ছিল। স্ট্রাইকাররাও সুযোগের অপচয় করেন। ম্যাচে রিয়ালের দু জন হলুদ কার্ড দেখেন ভিনুয়াস জুনিয়র, লুকা মদ্রিচ।