US Elections 2024: হোয়াইট হাউসে কে বসছেন! কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? ওয়াশিংটনে রাত জাগছে জনতা
এখনও পর্যন্ত গণনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ওয়াইমিং জিতেছেন, জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনায় তিনি এগিয়ে রয়েছেন। এদিকে পেনসিলভেনিয়ায় এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।
নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে আমেরিকার (America) প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা৷ উত্তেজনা তুঙ্গে, কার হাতে যাবে দেশটির ক্ষমতা? সে দেশের মানুষের পাশাপাশি গোটা বিশ্বের নজর এখন সেদিকে। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ওয়াইমিং জিতেছেন, জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনায় তিনি এগিয়ে রয়েছেন। এদিকে পেনসিলভেনিয়ায় এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস (Kamala Harris)। হোয়াইট হাউজের ক্ষমতা দখলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলা সামনে আসবে। আমেরিকার ওয়াশিংটনে (Washington) রাত জাগছে অসংখ্য জনতা। দেখুন ভিডিও-