Russia to Evacuate Astronauts: মহাকাশে জরুরি অবস্থা! নভোচারীদের উদ্ধার করতে মহাকাশ যান পাঠাল রাশিয়া

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনজন নভোচারীকে দেশে ফিরিয়ে আনতে রাশিয়া মানববিহীন সয়ুজ এমএস-২৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করবে। কারণ তাদের সয়ুজ এমএস-২২ মহাকাশযানের জরুরি অবস্থা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ কর্তৃপক্ষ।

Space Satellite (Representational Image) (Photo Credit: Xinghua News Agency/ Twitter)

রুশ মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ (Sergei Prokopyev) ও দিমিত্রি পেটেলিন (Dmitry Petelin) এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও (Francisco Rubio) আগামী সপ্তাহে সয়ুজ এমএস-২৩-এ (Soyuz MS-23) চড়ে পৃথিবীতে ফিরবেন, যা ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগমনের কথা, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের (Roscosmos) একটি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে মহাকাশচারীরা সয়ুজ এমএস-২২ (Soyuz MS-22)-এর যন্ত্র সংযোজনকারী কম্পার্টমেন্টের বাইরের ত্বকের ক্ষতি দেখতে পান। এর ফলে কুলিং সিস্টেমে চাপ পড়ে। সয়ুজ এমএস-২২ এর সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে, কিন্তু দুর্ঘটনা ঘটার আগে নিরাপদে পৃথিবীতে ফেরা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে রসকসমস ও এর অংশীদার মহাকাশ সংস্থাগুলো বলে বিবৃতি থেকে জানা গিয়েছে। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম (Baikonur cosmodrome in Kazakhstan) থেকে সয়ুজ এমএস-২২ মহাকাশযানটি প্রকোপিয়েভ, পেটেলিন এবং রুবিওকে ছয় মাসের জন্য আইএসএসে নিয়ে যায়।