Russia to Evacuate Astronauts: মহাকাশে জরুরি অবস্থা! নভোচারীদের উদ্ধার করতে মহাকাশ যান পাঠাল রাশিয়া

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনজন নভোচারীকে দেশে ফিরিয়ে আনতে রাশিয়া মানববিহীন সয়ুজ এমএস-২৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করবে। কারণ তাদের সয়ুজ এমএস-২২ মহাকাশযানের জরুরি অবস্থা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ কর্তৃপক্ষ।

Space Satellite (Representational Image) (Photo Credit: Xinghua News Agency/ Twitter)

রুশ মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ (Sergei Prokopyev) ও দিমিত্রি পেটেলিন (Dmitry Petelin) এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও (Francisco Rubio) আগামী সপ্তাহে সয়ুজ এমএস-২৩-এ (Soyuz MS-23) চড়ে পৃথিবীতে ফিরবেন, যা ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগমনের কথা, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের (Roscosmos) একটি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে মহাকাশচারীরা সয়ুজ এমএস-২২ (Soyuz MS-22)-এর যন্ত্র সংযোজনকারী কম্পার্টমেন্টের বাইরের ত্বকের ক্ষতি দেখতে পান। এর ফলে কুলিং সিস্টেমে চাপ পড়ে। সয়ুজ এমএস-২২ এর সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে, কিন্তু দুর্ঘটনা ঘটার আগে নিরাপদে পৃথিবীতে ফেরা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে রসকসমস ও এর অংশীদার মহাকাশ সংস্থাগুলো বলে বিবৃতি থেকে জানা গিয়েছে। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম (Baikonur cosmodrome in Kazakhstan) থেকে সয়ুজ এমএস-২২ মহাকাশযানটি প্রকোপিয়েভ, পেটেলিন এবং রুবিওকে ছয় মাসের জন্য আইএসএসে নিয়ে যায়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif