NASA’s Spacecraft ‘Parker Solar Probe’ Touches Sun: সূর্যকে ছুঁয়ে ফেলল নাসার মহাকাশযান, নিয়ে এল নমুনা

Parker Solar Probe (Photo Credits: NASA)

চাঁদ, মঙ্গলের মতো উপগ্রহের পর এবার কাছের নক্ষত্র সূর্যকে ছুঁয়ে ফেলল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।  সূর্যের বহির্বিভাগ, যে অংশটি "কোরোনা" নামে পরিচিত, তাকে ছুঁয়ে ফেলেছে নাসা। শুধু তাই নয়, সেখান থেকে সংগ্রহ করে এনেছে নমুনাও। সূর্যের এই অংশের চৌম্বকীয় শক্তি মারাত্মক। সেই শক্তিকে বশে এনেই নমুনা সংগ্রহ করেছে নাসার মহাকাশযান ' Parker Solar Probe'। সূর্যের তাপে দিনভর নিজেদের সেঁকে নিচ্ছে পৃথিবীর মানুষ। কিন্তু এই নক্ষত্র বলয়ের ধারে কাছে কোনওদিন পৌঁছাতে পারেনি পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী।

দেখুন নাসার টুইট

এক দশক আগে একবার চেষ্টা করেও  তা বন্ধ হয়ে গিয়েছিল। তবে চন্দ্রাভিযান, মঙ্গলযানের পর কাছের নক্ষত্র সূর্য ও তার বলয়কে একবার পরখ রার ইচ্ছে জাগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। সেই মতো সূর্যের হালহকিকতের হদিশ করতে ২০১৮-তে সৌর পরিমন্ডলের দিকে পা বাড়ায় নাসার মহাকাশযান ' Parker Solar Probe'। সুদীর্ঘ তিনটি বছর কাটিয়ে সেই  মহাকাশযান সূর্যের উঠোনে (Corona)  ঢোকার সুযোগ পেল।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now