Pakistani singer Haniya Aslam Died: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কোক স্টুডিও খ্যাত পাক গায়িকা হানিয়া আসলাম

Haniya Aslam Died Photo Credit: X @the_hindu

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা হানিয়া আসলামের জীবনাবসান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কোক স্টুডিওতে ‘লায়লা জান’, ‘বিবি সনম’, ‘পয়মানা’ ও ‘চুপ’-এর মতো বিখ্যাত গান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন পাক গায়িকা হানিয়া আসলাম। সোশ্যাল মিডিয়ায় তার বোন এবং সংগীত সহযোগী জেব বঙ্গাস (zeb bangash) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হানিয়া এবং জেবের জুটি "জেব এবং হানিয়া" নামেও পরিচিত ছিল এবং গানের মাধ্যমেই তাঁরা  অনেকের হৃদয় জয় করেছিল। হানিয়ার গানের মাধুর্য ও সরলতা তাকে একটি বিশেষ পরিচিতি দিয়েছিল। তাঁর মৃত্যুতে তাই শোকের ছায়া ভক্ত ও সঙ্গীত জগতে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)