Malawi Vice President Saulos Chilima: ইব্রাহিম রাইসির পর সাওলোস চিলিমাস বিমান দুর্ঘটনায় নিহত মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট

Malawi Vice President Saulos Chilima (Photo Credit: ANI/Twitter)

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পর এবার বিমান ভেঙে মৃত্যু মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট (Malawi Vice President) বা উপরাষ্ট্রপতির। বিমান দুর্ঘটনায় মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা-সহ (Saulos Chilima) আরও ৯ জনের মৃত্যু হয় বলে খবর। পূর্ব আফ্রিকার শহর মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমার বিমান পাহাড়ের কোলে ভেঙে পড়ে বলে খবর। যে ঘটনা প্রকাশ্যে আসতেই মালাউইতে শোকের ছায়া নেমে আসে। মালাউইয়ের প্রেসিডেন্ট মঙ্গলবার এই খবর প্রকাশ করে গোটা দেশের মানুষের কাছে শোকবার্তা পৌঁছে দেন। সাওলোস চিলিমা সোমবার সকালে সেনাবাহিনীর বিমানে চেপে যাত্রা করেন। সাওলোস চিলিমার সঙ্গে সেনাবাহিনীর ওই বিমানে আরও ৯ জন ছিলেন। বিমান ভেঙে পড়তেইওই ৯ যাত্রীর মৃত্যু হয় বলে খবর।

দেখুন ট্য়ুইট...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif