Japanese Culture display During G7 Summit: হিরোশিমায় হাজির বিশ্ব নেতাদের কাছে জাপানের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা, দেখুন অপূর্ব সব ছবি
জি ৭ সামিট উপলক্ষে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বিশ্বের সাতটি দেশের মাথা ও প্রতিনিধিরা গিয়ে জড়ো হয়েছেন জাপানের হিরোশিমায়।
জি ৭ সামিট (G7 Summit 2023) উপলক্ষে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বিশ্বের সাতটি দেশের মাথা ও প্রতিনিধিরা (World Leaders and delegations) গিয়ে জড়ো হয়েছেন জাপানের (Japan) হিরোশিমায় (Hiroshima)।
পৃথিবীর তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের সামনে নিজেদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি (Japanese culture) তুলে ধরার জন্য জাপান সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে বিভিন্ন শিল্পকীর্তির প্রদর্শনী করা (display) হয়েছে হিরোশিমা শহরের বিভিন্ন এলাকায়। যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই মন কেড়েছে নেটিজেনদের।