Hezbollah: ইজরায়েলি হামলায় নিহত নাসারাল্লার জায়গায় হিজবুল্লার সিংহাসনে এবার নায়েম কাসেম
গত ২৭ সেপ্টেম্বর ইজরায়েলের আকাশ পথে হামলায় নিহত হন লেবাননের সংগঠন হিজবুল্লা-র প্রধান হাসান নাসারুল্লা।
নাসারুল্লা পরবর্তী যুগে হিজবুল্লার আসনে এবার নায়েম কাসেম। গত ২৭ সেপ্টেম্বর ইজরায়েলের আকাশ পথে হামলায় নিহত হন লেবাননের সংগঠন হিজবুল্লা-র প্রধান হাসান নাসারুল্লা। সংগঠনের প্রধানকে হারিয়ে কটা দিন দিশেহারা থাকার পর, আবার নিজেদের গুছিয়ে নিচ্ছে হিজবুল্লা। মাসখানেক পর নাসারুল্লা-র উত্তরসূরি হিসেবে নায়েম কাসেম-কে বেছে নিল লেবাননের এই সংগঠন (ইজরায়েল, আমেরিকা, ইউরোপের বেশীরভাগ দেশের দাবি জঙ্গী সংগঠন)।
দীর্ঘ বেশ কয়েক বছর নাসারুল্লার ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন নায়েম কাসেম। এতদিন ডেপুটি প্রধান হিসেবে থাকা নায়েম কাসেমকে মনে করা হয় সংগঠনের মধ্যে সবচেয়ে কট্টর নেতা হিসেবে। নাসারুল্লা-র চেয়ে নায়েম অনেক বেশী আক্রমণাত্মক। তাই এবার ইজরায়েলের ওপর হামলার বহর হিজবুল্লা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
হিজবুল্লা-র সিংহাসনবে এবার নায়েম কাসেম
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)