US Presidential Election 2024: মার্কিন মুলুকে চলছে ভোট গণনা, এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প!

লাল, সাদা ও নীল রঙে আলোকিত হয়েছে আমারিকার বিখ্যাত এম্পায়ার বিল্ডিং।

Donald Trump, Kamala Harris (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: আমেরিকার (America) প্রেসিডেন্ট নির্বাচনের (Election) ভোট গণনা শুরু হয়েছে৷ কার হাতে যাবে দেশেটির ক্ষমতা! রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris) ? বিশ্বের মানুষের নজর এখন সেদিকে। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ওয়াইমিং-এ জিতেছেন, জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনায় তিনি এগিয়ে রয়েছেন। এদিকে পেনসিলভেনিয়ায় এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।

হোয়াইট হাউজের ক্ষমতা দখলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলা জানা যাবে। আমারিকার এম্পায়ার স্টেট বিল্ডিং আজ  লাল, সাদা ও নীল রঙে আলোকিত হয়েছে। দেখুন-