Mostafizur Rahman Chowdhury: থানায় ঢুকে পুলিশকে হুমকির জের, বাংলাদেশে বাতিল আওয়ামি লিগ সাংসদের প্রার্থীপদ

থানায় ঢুকে আইনরক্ষাকারী পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছিলেন। এর জেরে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থীপদ বাতিল করল নির্বাচন কমিশন।

Photo Credits: IANS

থানায় ঢুকে আইনরক্ষাকারী পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছিলেন। এর জেরে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের (Awami League) সাংসদ (MP) মোস্তাফিজুর রহমান চৌধুরীর (Mostafizur Rahman Chowdhury) প্রার্থীপদ (candidacy) বাতিল করল নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালি) থেকে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন।

এপ্রসঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মহম্মদ জাহাঙ্গীর আলম (EC Secretary Muhammad Jahangir Alam) সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, মোস্তাফিজুর একটি থানায় (police station) প্রবেশ করে পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছিলেন (threatened)। বিষয়টি জানার পরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও পড়ুন: Bangladesh Elections: হাজারিবাগের ভোটগ্রহণ কেন্দ্রের কাছে জোড়া বোমা বিস্ফোরণ, জখম শিশু-সহ ৪