Bangladesh EVM: ভারতের থেকে ভাল মানের ইভিএম ব্যবহার হয় বাংলাদেশে, দাবি হাসিনার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের

আগামিকাল, রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বড় দাবি করলেন।

Photo Credit: ANI

আগামিকাল, রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বড় দাবি করলেন। বাংলাদেশে এবার ভোটগ্রহণে ইভিএমে হবে না। পদ্মাপাড়ের দেশ এবার ব্যালটেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল জানালেন,"আমরা ইতিমধ্যেই ভোটগ্রহণের জন্য যে ইভিএম ব্যবহার করেছি। আমাদের ব্যবহার করা ইভিএম অসাধারণ। ভারতের তুলনায় আমরা অনেক ভাল ও উন্নত EVM ব্যবহার করেছি। কিন্তু আমাদের দেশে সমস্যা হল নতুন কোন জিনিস এলেই অধিকাংশ মানুষ বিশ্বাস করে সেটাই কোনও ভুল আছে। আমাদের দেশে মানুষ ইভিএম-কে ভাবে ম্যাজিক মেশিন। যেখানে মেশিন একদিকে টিপলে, অন্যদিকে ভোট চলে যায়। এমনই বিশ্বাস করে মানুষ। অথচ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার আমায় বলছেন, ওখানে ইভিএমে ভোটগ্রহণ করার পর সেখানকার নির্বাচন শান্তিতে, স্বচ্ছতার সঙ্গে ভোট হচ্ছে। আমাদের দেশের মানুষ এটা বুঝছে না।"

দেখুন ভিডিয়ো