Independence Day 2022: স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারতবাসীর জন্য শুভেচ্ছা এল মহাকাশ থেকে, দেখুন ভিডিও
স্বাধীনতার ৭৫ তম বর্ষ (75th Independence Day) উদযাপন করছে ভারত (India)। তাই ভারতবাসীর জন্য শুভেচ্ছা এল মহাকাশ থেকেও। ইতালীয় মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি (Samantha Cristoforetti) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station) থেকে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি ইসরো-র গগনযান (Gaganyaan) প্রকল্পের সাফল্যের কামনা করেছেন। সামান্থা বলেন,"আইএসএ, নাসা এবং সমস্ত আন্তর্জাতিক অংশীদারদের পক্ষ থেকে আমি ইসরো (ISRO)-কে শুভকামনা জানাতে চাই। কারণ তারা গগনযান প্রকল্পে কাজ করছে মহাকাশে মানুষ পাঠানোর জন্য। ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য আমরা ইসরো-র সঙ্গে কাজ করব, আমাদের অংশীদারিত্ব আরও বাড়াব।" ভিডিওটি শেয়ার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু।
দেখুন ভিডিও: