Egypt: ৪ হাজার বছর আগের মিশরীয় মহিলা পুরোহিতের সমাধির আবিষ্কার, দেখুন ছবিতে
প্রত্নতত্ত্ববিদদের হাতে এল বড় সাফল্য। প্রায় ৪ হাজার বছর আগের মিশরের এক মহিলা পুরোহিতের সমাধি কক্ষ আবিষ্কার করলেন প্রত্নতত্ত্ববিদরা।
প্রত্নতত্ত্ববিদদের হাতে এল বড় সাফল্য। প্রায় ৪ হাজার বছর আগের মিশরের এক মহিলা পুরোহিতের সমাধি কক্ষ আবিষ্কার করলেন প্রত্নতত্ত্ববিদরা। মহিলা পুরোহিত ইদির পাশাপাশি মিশরের এক ধনী গভর্নরের কন্যার সমাধি কক্ষ আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদদের। এই আবিষ্কারের এর ফলে প্রাচীন ইজিপ্ট সভ্যতার আরও একটা দিকের উন্মোচনের সম্ভাবনা তৈরি হল।
৪০ বছর বয়সের আগে মারা যায় ইদি-র মৃতদেহ মমির মাধ্যমে করে রাখা হয়েছিল সমাধিতে। আর তাঁর অঙ্গপ্রতঙ্গগুলি একটি পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ইজিপ্টের আসিউটে একটি কফিনের মধ্যে আরেকটি কফিনে আবিষ্কৃত হওয়া মহিলা পুরোহিতের সুজ্জিত কফিনের পাশে তাঁর পরকালের যাত্রাপথের বিবরণসহ লেখা পাওয়াও গিয়েছে। তিনটি সুপরিকল্পত খনন অভিযানের পর এই আবিষ্কারে দেখা গিয়েছে প্রাচীন মিশরে তার উচ্চ মর্যাদার মহিলা হিসেবে অবস্থানটি প্রকাশ করে। সমাধিক্ষেত্রে লুঠপাটের চিহ্ন পরিষ্কার মিলেছে। সেখান থেকে মূর্তি এবং একটি ছুরির মতো মূল্যবান সামগ্রী পাওয়া গেছে।
৪ হাজার বছর আগের মহিলা পুরোহিতের সমাধির আবিষ্কার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)