Abhishek Banerjee: সিবিআই জেরা রুখতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়োগ দুর্নীতিতে সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়োগ দুর্নীতিতে সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআইকে (CBI) সেই বিশেষ লিভ পিটিশনের কথা চিঠি দিয়ে জানিয়ে দেন অভিষেক। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে খারিজ হয়েছিল অভিষেকের আবেদন। ডিভিশন বেঞ্চেও গুরুত্ব পায়নি সেই আবেদন।
নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠিতে নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র হেফাজতে থাকা কুন্তল ঘোষ গত ৬ এপ্রিল আলিপুর আদালতে বিচারককে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে কুন্তলের অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। এই বিষয়ে সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন,'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত'।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)