Kunal Ghosh: বাংলা পথ দেখিয়েছে বলেই ভারত আজ সামাজিক সুরক্ষা ক্ষেত্রে দ্বিতীয়স্থানে এসেছে, দাবি কুণাল ঘোষের
সামাজিক সুরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক পেরিয়েছে ভারত। আন্তর্জাতিক শ্রম সংস্থার সার্ভে অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
সামাজিক সুরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক পেরিয়েছে ভারত। আন্তর্জাতিক শ্রম সংস্থার সার্ভে অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বর্তমানে ১৪০ কোটির দেশে ৯৪ কোটি মানুষ সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় আসছে। ২০১৫ সালে যেখানে ১৯ শতাংশ মানুষ এই ধরনের সুবিধা পেতেন, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৪.৩ শতাংশ। এই উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য ভারত সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। যদিও এই নিয়ে বিরোধীরা অবশ্য নিজের কৃতিত্ব জাহির করতেই ব্যস্ত। বাংলার শাসক দল তৃণমূলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বাংলা পথ দেখিয়েছে বলেই ভারত আজ সামাজিক সুরক্ষা ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠে এসেছে। বাংলার কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্পকে অনুসরণ করেই বিভিন্ন রাজ্যে এই ধরণের প্রকল্প চালু হচ্ছে। ফলে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অনস্বীকার্য”।
দেখুন কুণাল ঘোষের বক্তব্য
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)