Shuvendu Adhikari On Digha Jagannath Temple: দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ পুড়ল বজ্রপাতে, 'লক্ষণ ভালো নয়' এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Digha Jaggannath Mandir Flag Fire (Photo Credit: X@SuvenduWB)

দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ পুড়ে গেলো বজ্রপাতে। এই ঘটনা সামনে আসতেই তোপ দাগল বঙ্গ বিজেপি শিবির। 'লক্ষণ ভালো নয়' লিখে এক্স হ্যান্ডেলে বার্তা  দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, “দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো। মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো এমন সব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহং বোধ কে তুষ্ট করতেই মহাপ্রভুকে 'ব্যবহার' করা হচ্ছে, কিন্তু কথায় আছে 'চখা আঁখি সবু দেখুচি...”।

ধ্বজা পুড়ে যাওয়া অধর্ম, এক্স হ্যান্ডেলে বার্তা-

*লক্ষণ ভালো নয়...*

দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো।

মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের… pic.twitter.com/XOadxe0ojA

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement