Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে গ্রেফতার পাঁচ! অধরা মূল অভিযুক্ত, তল্লাশি জারি পুলিশের
জলপাইগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) হামলায় গ্রেফতার পাঁচ ব্যক্তি। জানা যাচ্ছে, হামলার দিন এরা সকলেই মিশনের আবাসিকদের ওপর চড়াও হয়েছিল। যদিও এরা সকলেই নির্দোষ বলে দাবি করছে। তবে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নাম শম্ভূ দাস, দেবাশিস সরকার, শম্ভূ মাহাতো, শ্যামল বৈদ্য, রাজীব বসাকদের গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। বুধবার সকালে তাঁদের আদালতে তোলা হয়। যদিও এই ঘটনা অন্যতম অভিযুক্ত এখনও অধরা। জানা যাচ্ছে, তিনিই দলবল নিয়ে আশ্রমে চড়াও হয়েছিলেন। তবে ঘটনার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কড়া নজরদারিতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)