Metro Railway Blue Line: শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! কখন কোথায় জেনে নিন বিস্তারিত
নতুন কাজের জন্যে মেট্রো রেল আগামী রবিবার তাদের ব্লু করিডরের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমারের মধ্যে বিকাল চারটে পর্যন্ত বানিজ্যিক ভাবে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন কাজের জন্যে মেট্রো রেল আগামী রবিবার তাদের ব্লু করিডরের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমারের মধ্যে বিকাল চারটে পর্যন্ত বানিজ্যিক ভাবে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।শনিবার রাত এগারোটা থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। রবিবার মিসলেনিয়াস সার্ভিসের নিয়োগ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধায় সকাল সাতটা থেকে দক্ষিনেশ্বর ও মহানায়ক উত্তমকুমারের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। অন্যদিকে ঐদিন হাওড়া ময়দান সেক্টর ফাইভ করিডরে সকাল ৯ টার পরিবর্তে ৮টায় ট্রেন চলাচল শুরু হবে বলে মেট্রো জানিয়েছে।
বর্তমানে মেট্রোতে দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে, কখনও হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এমনকী, নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসছে মেট্রো। যে কারণে নিজের গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এদিকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ স্টেশন। চলছে রক্ষণাবেক্ষণের কাজও। গতকাল (২৮/০৮/২০২৫) সকালে ও সন্ধ্যায় মেট্রোতে যান্ত্রিক ত্রুটির কারণে বিপাকে পড়েছিলেন সাধারণ মানুষ। তাই আগাম সতর্কর্তা হিসাবে আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ রেখে পরিষেবা উন্নত করার চেষ্টা করবে মেট্রো রেল কর্তৃপক্ষ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)