RG Kar Hospital Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার চত্বরে আন্দোলনকারীদের ভিড়, দেখুন ভিডিয়ো
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার গোটা বাংলা আলো বন্ধ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকী মহানগরের প্রতিটি অলিগলিতেও এই কর্মসূচি পালন করা হয়।
আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের প্রতিবাদে বুধবার গোটা বাংলা আলো বন্ধ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকী মহানগরের প্রতিটি অলিগলিতেও এই কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে এদিন শ্যামবাজার চত্বরে জমায়েত হয় অগনিত মানুষ। কার্যত ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মিছিলে সামিল হয়েছিলেন অনেকে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কার্যত কালো মাথার ভিড়ে ভড়ে যায়। সকলের মুখে একটাই কথা জাস্টিস ফর আরজি কর। এদিনের এই মিছিল শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত করা হয়। প্রসঙ্গত, আরজি করের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে হাসপাতালে দুর্নীতির ঘটনায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)