Kartik Purnima: কার্তিক পুজোয় গঙ্গাস্নানের হিড়িক, বাবুঘাটে ভক্তদের উপচে পড়া ভিড়
ধর্মীয় বিশ্বাস বলে, কার্তিক পুজোয় ধন ও সংসারের শ্রীবৃদ্ধিও হয়, ঘরে ধনলাভ হয়, সংসারে আয় বাড়ে। অনেকে মনে করেন, কার্তিকের কৃপা থাকলে ঘর আলো করে আসে পুত্র সন্তান।
১৫ নভেম্বর কার্তিক পূর্ণিমা (Kartik Purnima 2024)। হিন্দু ধর্মে কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। সকালে গঙ্গা স্নান সেরে কার্তিক তিথিতে দানধ্যান করেন অনেকে। এই সময়ে পুণ্য লাভ করা যায় বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস বলে, কার্তিক পুজোয় ধন ও সংসারের শ্রীবৃদ্ধিও হয়, ঘরে ধনলাভ হয়, সংসারে আয় বাড়ে। অনেকে মনে করেন, কার্তিকের কৃপা থাকলে ঘর আলো করে আসে পুত্র সন্তান। কার্তিক পূর্ণিমা উপলক্ষে গঙ্গার ঘাটে ভিড় জমান ভক্তরা। সকাল থেকেই বাবুঘাটে (Babughat) জমতে শুরু করেছে ভক্তদের ভিড়। হাজার হাজার ভক্তরা নানাপ্রান্ত থেকে এসে ভিড় জমিয়েছেন বাবুঘাটে গঙ্গা স্নানের জন্যে। এক ভক্ত জানাচ্ছেন, 'কার্তিক পূর্ণিমায় গঙ্গাস্নান করা খুবই উপকারী। এটি পরিবারে ভালো ফল নিয়ে আসে। এটি ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত'।
বাবুঘাটে ভক্তদের উপচে পড়া ভিড়...