Arjun Singh: অর্জুন সিংহের প্রত্যাবর্তন নিয়ে রাজ্য বিজেপিতে ক্ষোভ বাড়ছে
তৃণমূল টিকিট না দেওয়ায় ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে লড়তে ফের বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং। সরকারীভাবে তৃণমূল ছেড়েছেন ব্যারাকপুরের সাংসদ। এবার দিল্লিতে গিয়ে বিজেপি-র পতাকা হাতে তোলা সময়ের অপেক্ষা।
তৃণমূল টিকিট না দেওয়ায় ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে লড়তে ফের বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং (Arjun Singh)। সরকারীভাবে তৃণমূল ছেড়েছেন ব্যারাকপুরের সাংসদ। এবার দিল্লিতে গিয়ে বিজেপি-র পতাকা হাতে তোলা সময়ের অপেক্ষা। তবে অর্জুনকে দিল্লি বিজেপি-র নেতারা যত খুশিই হোক, রাজ্য বিজেপিতে কিন্তু অন্য হাওয়া বইছে। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি-র পর রাজ্য মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনি পাঠকত সরাসরি প্রকাশ্যে অর্জুনকে দলে নেওয়ার বিরোধিতা করলেন।
গতবার শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেয়ে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সাংসদ হয়েছিলেন অর্জুন। তবে এবার তাঁর কাজটা গতবারের চেয়ে কঠিন। কারণ গতবার তাঁকে সংগঠনের সবাই স্বাগত জানিয়েছিল, এবং দীনেশ ত্রিবেদীকে প্রার্থী হিসেবে মেনে নেননি দলের একাংশ। কিন্তু এবার নৈহাটির বিধায়ক-মন্ত্রী পার্থ ভৌমিক-কে তৃণমূল প্রার্থী করায় জোড়া শিবির এখানে এগিয়ে রয়েছে।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)