Mithun Chakraborty: বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি, আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর
আরজি কর কাণ্ড নিয়ে রবিবার রাজপথে নেমেছে বিনোদন জগতের কলাকুশলীরা। যেখানে যোগ দিয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা
আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ড নিয়ে রবিবার রাজপথে নেমেছে বিনোদন জগতের কলাকুশলীরা। যেখানে যোগ দিয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইশা সাহার মতো ব্যক্তিত্বরা। তখন অন্যদিকে এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রবিবার তিনি ভিডিয়ো বার্তায় বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে এই কথাটা আমি অনেক আগেই বলেছিলাম। সেটাই এখন হচ্ছে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। নিহত চিকিৎসকের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল। আর যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের তাড়াতাড়ি গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। এটা আমার সবথেকে বড় কাম্য।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)