BSNL: বড় খবর, এবার থেকে সিম ছাড়াই চলবে BSNL এর ফোন, রিপোর্ট

BSNL (Photo Credit: X)

এবার সিম না হলেও চলবে ফোন। শুনতে অবাক লাগলেও, এমনই ঘোষণা করছে BSNL। এবার থেকে বিএসএনএলের কানেকশনে সিম ছাড়াই কল ঢুকবে। অর্থাৎ বিএসএনএল-এ  এবার থেকে ডিরেক্ট টু ডিভাইসের মত কাজ করবে। সিম (SIM) ছাড়া স্যাটেলাইটের মাধ্যমে বিএসএনএলের কানেকশনে ফোন যেমন ডুকবে এবং মেসেজও ঢুকবে।  এমনই খবর প্রকাশ্যে আসছে। বিএসএনএল সিম ছাড়া কাজ করলে, প্রত্যন্ত এলাকাতেও ফোন ঢুকতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। সিম ছাড়া স্যাটেলাইটের মাধ্যমেই বিএসএনএলের গ্রাহক ফোন করতে পারবেন, মেসেজ করতে পারবেন বলে খবর মিলছে।

দেখুন বিএসএনএল এবার থেকে কী সুবিধা আনছে...