Layoffs 2023: চাকরি গেল ৮ হাজারের, ফের ছাঁটাইয়ের চোখ রাঙানি সেলসফোর্সে
ফের কর্মী ছাঁটাইয়ের (Layoff) চোখ রাঙানি। এবার আমেরিকার একটি ক্লাউড বেসড কোম্পানি সেলসফোর্স ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে বলে জানানো হয়। ৮ হাজার কর্মীর চাকরি যাওয়ার পরও সেলসফোর্সে চাকরিরত বাকিরা নিরাপদ নন। সংশ্লিষ্ট কোম্পানির তরফে আরও কর্মী ছাঁটাই করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেলসফোর্সে আরও বহ কর্মীর চাকরি যাবে বলে খবর। বিশ্ব জুড়ে একাধিক বড় সংস্থার কর্মীদের চাকরি যেতে শুরু করেছে। আইবিএম, অ্যামাজন, মেটা থেকে শুরু করে অ্যাকসেনচর, একের পর এক কোম্পানি থেকে কর্মী ছাঁটাইয়ের পালা চলছে।
আরও পড়ুন: Alphabet, Google Layoffs: অ্যামজনের পর এবার গুগলের আলফাবেটেও বড় কর্মী ছাঁটাই!