James Webb Space Telescope: মহাকাশে রওনা দিল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ, দেখুন ভিডিও

১০ বিলিয়ন ডলার খরচ করে তৈরি এই টেলিস্কোপটিকে অবশ্য গত শনিবারই মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকায় পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণের তারিখ।

James Webb Space Telescope

মহাকাশে রওনা দিল নাসার (NASA) জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope)। আজ ২৫ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে, ভারতীয় সময় সন্ধে ৫টা ৫০ মিনিটে ফরাসি গুয়ানার (French Guiana) কৌরোতে গুয়ানা স্পেস সেন্টার (Guiana Space Center) থেকে এই টেলিস্কোপকে নিয়ে রওনা দিয়েছে ‘আরিয়ান-৫’ রকেট।

দেখুন ভিডিও: