Japan 6G: ফাইভ জি-র থেকে ২০ গুণ দ্রুত ৬জি আনছে জাপান, গতি সেকেন্ডে ১০ গিগাবাইট

জাপান সব কিছুতেই বাকিদের টেক্কা দেয়। কথায় বলে, জাপান যেটা আজকে বাকি দুনিয়া সেটা শুধু কার্যকর করে অনেক দিন বাদে। এই প্রবাদকে সত্যি করেই ৬জি ডিভাইস নিয়ে চলে এল জাপান।

Mobile Tower, Representational Image (Photo Credit: Pixabay)

জাপান সব কিছুতেই বাকিদের টেক্কা দেয়। কথায় বলে, জাপান যেটা আজকে বাকি দুনিয়া সেটা শুধু কার্যকর করে অনেক দিন বাদে। এই প্রবাদকে সত্যি করেই ৬জি ডিভাইস নিয়ে চলে এল জাপান। যা ফাইভ জি-র থেকে অন্তত ২০ গুণ বেশী দ্রুত চলে। ১ সেকেন্ডে ১০০ গিগাবাইট ট্রান্সমিটের অবিশ্বাস্য গতি রয়েছে জাপানের ৬জি ডিভাইসে। ৩৩০ ফুট (১০০ মিটার) দূর থেকে সমান গতিতে চলতে পারে এই ডিভাইস। সাধারণভাবে বললে, জাপানের ৬জি ডিভাইসের মাধ্যমে একই সঙ্গে ৫টি এইচডিআর কোয়ালিটির ভিডিয়ো মসৃণ গতিতে চলতে পারে।

২০২১ সাল থেকে ডোকোমো, এনটিটি কর্পোরেশন ও এনইসি কর্পোরেশন-জাপানের এই তিনটি সংস্থা ৬জি নিয়ে গবেষণা করে কতা বাস্তবে রূপ দিচ্ছে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)