UEFA Champions League 2021-22: বদলে গেল ড্র, শেষ ষোলোয় হচ্ছে না মেসি বনাম রোনাল্ডো

দুজনেই ক্লাব বদলেছেন। ক্লাব বদলের পর বিশ্ব ফুটবলের দুই মহাতারকা এবার সম্মুখ সম্মরে। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ ১৬-এ পিএসজি-র মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড।

UEFA Champions League. (Photo Credits: Twitter)

চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনাল ড্র ঘরে নজিরবিহীন নাটক। প্রথমে ঘোষণা করা হয়েছিল  চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনাল (UEFA Champions League 2021-22) বা রাউন্ড অফ ১৬-এ পিএসজি (PSG)-র মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। বার্সালোনা (Barcelona) ছেড়ে ফ্রান্সের পিএসজি (PSG)-তে যোগ দিয়েছিলেন মেসি। আর জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু ড্র প্রকাশের কিছু পরেই উয়েফা -র পক্ষ থেকে বলা হয় কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ড্র-তে ভুল ছিল। শেষ ষোলোয় লিওনেল মেসির পিএসজি খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে অ্যাথলেটিকোর বিরুদ্ধে।

হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হতে চলা প্রি কোয়ার্টার ফাইনালে যারা জিতবে তারাই শেষ আটে উঠবে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চেলসি খেলবে ফ্রান্সের ক্লাব লিলির বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখ মুখোমুখি  সালসবার্গের। ইন্টার মিলান খেলবে লিভারপুলের বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি-র  শেষ ষোলোয় প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা।

দেখুন টুইট